সুন্দরগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ পিএম

ছবি: প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর আনিছুর রহমান (৪৫) নামে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শীলপাড়া গ্রামের ধানক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনিছুর রহমান তালুক ফলগাছা পাইটকাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আনিছুর রহমান গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। তিনি সেদিন থেকেই নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার সকালে সাতগিরি শিলপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় পড়নের লুঙ্গির একটি অংশ পেঁচানো ছিল এবং সেই লুঙ্গির অংশ গাছেও ঝুলানো ছিল।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কেকে/এমএ