দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন বাজি রেখে জুলাই'২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, গলাচিপার সমাবেশে নুরের মন্তব্য।
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চিকিৎসা শেষে তার নিজ এলাকায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের নাগরিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় পৌর মঞ্চ চত্বরে উপজেলা গণঅধিকার পরিষদ কতৃক আয়োজিত গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ আহ্বায়ক আলহাজ্ব মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলসহকারে নেতাকর্মীরা পৌর মঞ্চ চত্বরে জরো হতে থাকে। পৌর মঞ্চ চত্বরসহ আশপাশের অলিগলি সাধারণ জনগণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় প্রিয় নেতা নুরের বক্তব্য শোনার জন্য।
বক্তব্যে প্রধান অতিথি নূরুল হক নুর বলেন, দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন বাজি রেখে জুলাই'২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। বর্তমানে দেখতে পাচ্ছি সরকারি আমলারা সরকার পরিচালনা করে দেশে ঘুষের রাজত্ব কায়েম করেছে। তার দলীয় মার্কা ট্রাকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করলে সমাজ থেকে ঘুষ প্রথা চিরতরে নির্মূল করা হবে।
এছাড়া পটুয়াখালী-৩ সংসদীয় আসনে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য হিসাবে তাকে জয়যুক্ত করলে তিনি এ এলাকায় শিল্প কলকারখানাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ উচ্চতর কেন্দ্রীয় কমিটির মো. শহিদুল ইসলাম ফাহিম, সদস্য রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। এছাড়া উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কেকে/বি