বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫,
৩১ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: চাকসু নির্বাচনে একাধিক প্যানেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ       নারায়ণগঞ্জে অনেক বড় গডফাদার ছিল : আসিফ নজরুল      চাকসু নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে : সিইসি      পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অবিচল অঙ্গীকার : মহাপরিচালক      বিকাশ-নগদ-রকেটের মধ্যে টাকা লেনদেনের খরচ কত হবে      বুধবারের উল্লেখযোগ্য সংবাদ      দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, পুরুষদের সমান ভাতা পাবেন নারীরা      
রাজনীতি
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ববি হাজ্জাজের আত্মপ্রকাশ
নিজাম উদ্দিন
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১৮ পিএম
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৩ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম। এসময় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


অনুষ্ঠানস্থলে বিএনপির নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সূচনা কমিউনিটি সেন্টার এলাকা। স্থানীয় নেতাকর্মীরা “ধানের শীষে ভোট দিন, ববি হাজ্জাজকে জয় দিন”—এমন নানা স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরিচিতি সভায় ববি হাজ্জাজ বলেন, “জনাব তারেক রহমানের নির্দেশে আমি আজ আপনাদের মাঝে এসেছি আপনাদের সেবা করার জন্য। আমাকে জোটের প্রার্থী হিসেবে বিএনপির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। নির্বাচিত হলে এই আসনটিকে রোল মডেল হিসেবে গড়ে তুলব। আমি আপনাদের সন্তান, আপনাদের বন্ধু—কোনো বিভাজন বা গ্রুপিং চাই না।” 

তিনি আরও বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমি সেই আদর্শকে বুকে ধারণ করে, তারেক রহমানের নেতৃত্বে কাজ করব। স্থানীয় নেতাদের পরামর্শ ও জনগণের সহযোগিতা নিয়ে উন্নয়ন, শিক্ষাবিস্তারে এবং নাগরিক সেবায় ঢাকার ১৩ আসনকে সবার জন্য আদর্শ আসন হিসেবে গড়ে তুলতে চাই।”

ববি হাজ্জাজ কর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “যে কেউ যদি ষড়যন্ত্র করে ধানের শীষের একটি ভোটও নষ্ট করে, তাহলে সে আমাদের আন্দোলনের শত্রু। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ বিএনপি এই আসনে বিজয়ী হব।”

অনুষ্ঠান শুরুতে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, “দলের সিদ্ধান্তের বাহিরে যাওয়া কারো সুযোগ নেই। আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী ববি হাজ্জাজকে, আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে আমি উপস্থিত হয়েছি। ঢাকা-১৩ আসনে আগামীর বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে। তাই বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিএনপির প্রার্থীর পক্ষে সকলের কাজ করতে হবে।”

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আনুষ্ঠানিকভাবে ববি হাজ্জাজকে পরিচয় করিয়ে দেন দলের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। তিনি বলেন, ববি হাজ্জাজ যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা এবং জোটের প্রার্থী হিসেবে তিনি জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নেবেন।

অনুষ্ঠান শেষে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী আনন্দ মিছিল ও শোডাউন করেন। এতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক সাকিব আহমেদ ও ব্যারিস্টার শোভন মাহমুদ।

উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে রয়েছে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ। আসনটিতে রয়েছে মোট ৮টি ওয়ার্ডের মধ্যে (২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪) এবং প্রায় ৬ শতাধিক ইউনিট রয়েছে। রাজধানীর অন্যতম জনবহুল এই আসনটি সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর আগে এই আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও বুধবারের পরিচিতি সভার মধ্য দিয়ে ববি হাজ্জাজকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। ফলে আসনটি এখন কার্যত ববি হাজ্জাজের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির জাতীয় রাজনীতিতে ববি হাজ্জাজের সক্রিয় সম্পৃক্ততা এবং তরুণ ভোটারদের প্রতি তার ইতিবাচক ভাবমূর্তি আসন্ন নির্বাচনে ঢাকা-১৩ আসনে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ঢাকা-১৩ আসন   ববি হাজ্জাজ   আত্মপ্রকাশ   বিএনপির প্রার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চাকসু নির্বাচন : চারুকলার হোস্টেলের ফল ঘোষণা—ছাত্রদল এগিয়ে
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৩২ জন
বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান-আলবীর
ভেজাল ও নিম্নমানের সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধের নির্দেশ ইউএনওর

সর্বাধিক পঠিত

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ববি হাজ্জাজের আত্মপ্রকাশ
হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী
রিপন মিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল এলাকাবাসী
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নীরব প্রশাসন
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অবিচল অঙ্গীকার : মহাপরিচালক

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close