বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৌদি আরবের পবিত্র মক্কা শরিফে ছাগল সদকা করেন কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (২ নভেম্বর) মক্কায় স্থানীয় কসাইখানায় একটি ছাগল জবাই করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওমরা ও বিশেষ মুনাজাতের ব্যবস্থা করেন তিনি।
এরপর ছাগলের গোশত মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
কেকে/এজে