রাজবাড়ীর পাংশায় কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারন অর রশিদ (হারুন)।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি বাহারাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় হারুন অর-রশিদ বলেন, বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীকে দলীয় ঐক্য ধরে রাখতে হবে। মনোনয়ন যেই পান না কেন সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। দল বিচার বিশ্লেষণ করে এই রাজবাড়ী-২ আসনে যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে এবং যে ধানের শীষের প্রার্থী হবে আমরা দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে মাঠে থেকে তাকে বিজয়ী করবো ইনশাল্লাহ।
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আপনারা সমাজের আয়না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করছেন—এটাই আমাদের অনুপ্রেরণা।
কেকে/ আরআই