চট্টগ্রামের রাউজান উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।। ধর্ষক প্রধান শিক্ষকের কঠোর শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কে এ মানববন্ধন করা হয়।
পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বড়ুয়ার বিরুদ্ধে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্কুলের শিক্ষিকা লাকী আকতার ওই ছাত্রীকে স্কুল ভবনের নিচতলার পাশে গভীর নলকূপ থেকে পানি আনতে বলেন। জগ নিয়ে নলকূপে পানি আনতে গেলে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বড়ুয়া তাকে ফুসলিয়ে টয়লটে নিয়ে যায়। এরপর চোখ কাপড় দিয়ে বেধে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিম রক্তাক্ত হলে প্রদীপ টিস্যু দিয়ে রক্ত মুছে দিয়ে চলে যেতে বলেন। এ ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।
গত বুধবার (৮ অক্টোবর) ভিকিটিম স্কুলে যেতে না চাইলে তার মা স্কুলে না যাওয়ার কারণ জানতে চান। এরপর পুরো ঘটনা খুলে বলে ওই ছাত্রী।
এ ঘটনার বিচার চেয়ে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। পরে রাউজান থানার মামলা দায়ের করা হয়। এরপর প্রধান শিক্ষক প্রদীপ বড়ুয়াসহ দুইজনকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। রাউজান থানায় মামলা হয়েছে, পুলিশতদন্ত করছে।’
কেকে/ এমএ