ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজার থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ছিনতাই হওয়া ডিএপি সার উদ্ধার করেছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে একটি কার্গো ৬ হাজার ৩৪০ বস্তা ডিএপি সার নিয়ে মেঘনা নদী পথে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশে রওনা দেয়। পথে নরসিংদীর রায়পুরা এলাকায় দুর্বৃত্তরা কার্গোটি ছিনতাই করে নেয়। এ সময় তারা নৌযানের ছয় নাবিককে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কার্গোটির মোবাইল লোকেশন ট্র্যাকিং করে রায়পুরা নৌ পুলিশ কার্গোটি জব্দ করে।
পরে কার্গোর সার নবীনগরের নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজার এলাকায় বিভিন্ন ডিলারের কাছে বিক্রি করার চেষ্টা চলছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে।
অভিযানে শিবনগরের সানাউল্লাহর বাড়ি থেকে ৫০০ বস্তা এবং নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের গোডাউন থেকে আরও ৪০০ বস্তা সার উদ্ধার করা হয়।
তবে বাকী সার এখনও উদ্ধার সম্ভব হয়নি।
কেকে/ এমএ