সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
প্রিয় ক্যাম্পাস
সামুদ্রিক খাতে রোবটিক্স নিয়ে কাজ করবে মেরিটাইম ইউনিভার্সিটি ও ডুবোটেক
তৌফিকুল ইসলাম আশিক, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এবং দেশীয় রোবোটিক্স প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেড দেশের সামুদ্রিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের নতুন যুগ সূচনার লক্ষ্যে একটি পার্টনারশিপে যুক্ত হয়েছে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান রিমোটলি অপারেটেড ভেহিকল (ROV), স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম এবং বুদ্ধিমত্তাভিত্তিক সামুদ্রিক প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে, যা বাংলাদেশের ব্লু ইকোনমিকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কমান্ডার মোহাম্মদ ইরফান মাহদী এবং ডুবোটেকের পক্ষ থেকে সিইও মো. নাঈম হোসেন সৈকত ও সিওও মো. মাহফুজুল হক।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের একমাত্র সরকারি মেরিটাইম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা পরিচালনা এবং নীতি সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। সামুদ্রিক শিল্পের প্রযুক্তিগত রূপান্তর এবং নীল অর্থনীতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক গবেষণা ও সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে।

এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য মেরিটাইম প্রযুক্তি খাতে গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে আন্ডারওয়াটার রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পর্কিত গবেষণা প্রকল্পে কাজ করবে, যেখানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা ডুবোটেকের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। এর ফলে শিক্ষার্থীরা বাস্তব প্রকল্পে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবে এবং প্রযুক্তি উদ্ভাবনে সরাসরি অবদান রাখতে পারবে।

ডুবোটেক ডিজিটাল লিমিটেড গত আট বছর ধরে বাংলাদেশের আন্ডারওয়াটার ও সামুদ্রিক রোবোটিক্স খাতে গবেষণা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে তাদের তৈরি উদ্ভাবনী আন্ডারওয়াটার রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য স্বীকৃতি পেয়েছে। শিল্প, পরিবেশ ও প্রতিরক্ষা খাতে প্রয়োগযোগ্য বিভিন্ন ধরনের রোবোটিক্স সিস্টেম উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। ডুবোটেকের লক্ষ্য হলো, বাংলাদেশে একটি টেকসই মেরিটাইম টেকনোলজি ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে স্থানীয় গবেষণা, উদ্ভাবন ও শিল্প একসাথে কাজ করবে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য।

ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সিওও মো. মাহফুজুল হক বলেন, 'এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক অনন্য সুযোগ পাবে। তারা ডুবোটেকের চলমান আন্ডারওয়াটার রোবট প্রকল্পে যুক্ত হয়ে সরাসরি জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা যারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ভবিষ্যতে বাংলাদেশের মেরিটাইম প্রযুক্তি শিল্পে নেতৃত্ব দেবে।'

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের নীল অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশীয়ভাবে তৈরি রোবোটিক্স ও প্রযুক্তির মাধ্যমে সমুদ্রসম্পদ অনুসন্ধান, তলদেশ পর্যবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় গবেষণা ও প্রযুক্তি উৎপাদন বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ বাংলাদেশের সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/বি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা
ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close