সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
নিটারে তিন দিনের জমকালো আয়োজনে ‘আইপিই ফেস্ট ২০২৫’
নিটার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বড় উৎসব— “নিটার আইপিই ফেস্ট ২০২৫”। নিটারের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের সোসাইটির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে প্রতিযোগিতা, সেমিনার, নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৬, ৭ ও ৮ নভেম্বর সাভারে নিটার ক্যাম্পাসে। এতে অংশ নেবে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা।

এই উৎসবে থাকবে উদ্ভাবনী প্রতিযোগিতা, ডিজাইন চ্যালেঞ্জ, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় সেশন এবং সাংস্কৃতিক আয়োজনে ভরপুর এক রঙিন সন্ধ্যা।

আয়োজকরা মনে করছেন, এই উৎসব হবে এমন এক প্ল্যাটফর্ম যেখানে তরুণ মেধা, সৃজনশীলতা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই বছরের ফেস্টের মূল আকর্ষণ দুটি বড় প্রতিযোগিতা — “দ্য কেইস ক্রাফট” এবং “ক্যাড ক্রাফট”।

দ্য কেইস ক্রাফট হলো একটি ফ্ল্যাগশিপ কেইস সলভিং প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব ব্যবসা ও প্রকৌশল সমস্যা সমাধানে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে। অপরদিকে, ক্যাড ক্রাফট প্রতিযোগিতাটি কম্পিউটার এইডেড ডিজাইন (CAD) নির্ভর উদ্ভাবনী চিন্তা, যথার্থতা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের এক অনন্য আয়োজন।

দুটি প্রতিযোগিতায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে, যা একে দেশের অন্যতম আকর্ষণীয় ছাত্র ফেস্টে পরিণত করেছে। শুধু প্রতিযোগিতা নয়, জ্ঞান বিনিময়েও থাকবে আয়োজন “লিড টকস”– যেখানে শিল্পখাত, একাডেমিয়া ও উদ্ভাবনের শীর্ষ ব্যক্তিত্বরা প্রযুক্তির ভবিষ্যৎ, ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ ও ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

এদিকে উৎসবের শেষ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান “নাইট ফিউশন”, যেখানে থাকবে সংগীত, নৃত্য ও শিল্পকলার বহুমাত্রিক পরিবেশনা—যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈচিত্র্যের এক দারুণ প্রতিফলন ঘটাবে।

পূর্ববর্তী বছরগুলোতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল অংশগ্রহণে মুখরিত ছিল নিটার ক্যাম্পাস। আয়োজকরা আশা করছেন, ২০২৫ সালের সংস্করণটি অংশগ্রহণের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

নিটার আইপিই ফেস্ট ২০২৫ শুধু একটি ইভেন্ট নয় বরং ভবিষ্যতের প্রকৌশলী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণার দ্বার—যেখানে শেখা, প্রতিযোগিতা ও উদযাপন মিলেমিশে তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  নিটার   আইপিই ফেস্ট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close