লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তিস্তার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
সোমবার (৬ সেপ্টেম্বর) পানিবন্দী সকল পরিবারকে ত্রাণ সহায়তা আজ প্রদান করা হবে। এ ব্যাপারে রাজনৈতিক ও সামাজিক সংগঠণসহ সকলের সহযোগিতা কামনা করেছে পাটগ্রাম উপজেলা প্রশাসন।
জানা যায়, হঠাৎ গত কয়েক দিন থেকে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢালে তীস্তা নদীর তীরবর্তী এলাকা সমুহে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ইতোমধ্যে বন্যার্তদের জন্য খোলা হয়েছে ৫টি আশ্রয় কেন্দ্র। ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণের ঘোষণা পাটগ্রাম উপজেলা প্রশাসনের।
উপজেলা প্রশাসন পাটগ্রাম জানিয়েছেন, সম্প্রতি দহগ্রাম ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, পিআইও, স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ, বিজিবি সহযোগে পরিদর্শন করা হয়েছে এবং জনগণের জান-মাল রক্ষার্থে ৫টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তাছাড়া জরুরী প্রয়োজনের নিমিত্তে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের নির্দেশে দহগ্রাম ইউনিয়নে পানি বন্দি মানুষের খোজ খবর নিতে গভীর রাতে দহগ্রাম ইউনিয়ন পরিদর্শন করেন আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা বিএনপি, পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল ও দহগ্রাম ইউনিয়ন বিএনপি ও যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কেকে/ এমএস