“মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না”—এই প্রতিপাদ্য নিয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার দাবিতে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় বিএপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুনের নির্দেশে উপজেলা পরিষদ এলাকায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু সঞ্চালনা করেন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. খোরশেদ আলম, ডা. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকসুদা খানম ডেইজি ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কাজী তানজিল আহম্মেদ রিডেন, আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি হাসান আহম্মেদ জিদনীসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মা ইলিশ শিকারের সঙ্গে জড়িতদের সাংগঠনিক ও আইনের আওতায় আনা হবে। প্রশাসনের জনবল সংকট হলে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
কেকে/কেটি