কক্সবাজারের রামুতে রাজু শর্মা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকালে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত রণজিৎ শর্মার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনদিন আগে রাজু শর্মা নিখোঁজ হয়। পরে রাবার বাগানের একটি গাছে রশি পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও সিআইডির একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রাথমিক আলামত সংগ্রহ করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. ফরিদ বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ আরআই