রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      
দেশজুড়ে
লাকসামে ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে নলুয়া খালের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে টানা ছয় মাস ধরে পড়ে আছে। এতে আশপাশের প্রায় ১২ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

মনপাল গ্রামের হাজী মার্কেট সংলগ্ন এ ব্রিজটি ১৯৯৬ সালে নির্মিত হয়। 

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে সড়ক নির্মাণসামগ্রী পরিবহনের সময় ব্রিজটির রেলিং ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এটি দুর্বল হতে থাকে। অবশেষে ছয় মাস আগে বড় একটি অংশ ধসে পড়ে। বর্তমানে ভাঙা অংশের রডগুলো বের হয়ে আছে, যেন কঙ্কাল দাঁড়িয়ে আছে।

এই ব্রিজ দিয়েই কৃষ্ণপুর, তপৈয়া, মনপাল, রাজাপুরসহ ডজনখানেক গ্রামের মানুষ ষোলদনা, পলকট, মামিশ্বর, আতাকরা, দীঘধাইর, বরইমুড়ি, শেরপুর ও নাড়িদিয়া গ্রামের সঙ্গে যোগাযোগ করেন। একইসঙ্গে খিলা গণউদ্যোগ বালিকা বিদ্যালয়, বারাকাতবাগ দাখিল মাদরাসা, উত্তরদা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন এ পথে চলাচল করতেন। এখন তারা সবাই দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বোরো মৌসুমে কৃষকরা ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন।

গ্রামের বাসিন্দা ওবায়দুল হক মজুমদার, সামছুল হুদা ও নুর মিয়া মোল্লা বলেন, ‘প্রতিদিন অন্তত ১০-১২ গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করে। অথচ ছয় মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।’

দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

অটোরিকশা চালক সোহাগ মিয়া ও জাকির হোসেন বলেন, ‘ব্রিজ ভাঙায় এই পথে আর যানবাহন চলতে পারে না। বাধ্য হয়ে রামপুর ঘুরে যেতে হয়। এতে সময়, খরচ বাড়ছে, আবার ভাড়াও কমে যাচ্ছে।’

লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, ‘ব্রিজ ভাঙার বিষয়ে পিআইও অফিস থেকে একটি প্রস্তাবনা পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  লাকসাম   মনপাল   ভাঙ্গা ব্রিজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জৈন্তাপুরে দেশীয় অস্ত্র ও ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সর্বাধিক পঠিত

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে চরম দুর্নীতি ও অনিয়ম
রাজশাহীতে চার পরিবারকে হয়রানির অভিযোগ
চলনবিলে পাখি শিকারের ফাঁদ ধ্বংস, বক ও ঘুঘু উদ্ধার
আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close