রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় ট্রাকচালক ও হেলপারকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া ট্রাকচালকের নাম মো. কাশেম আলী। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। অপরদিকে হেলপারের নাম মো. জয় হোসেন। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মো. আফজালের ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর হতে রাজশাহীর দিকে ট্রাক যোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে আসছে মাদক কারবারীরা। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এদিন রাত ১১টায় ট্রাকটি আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে তল্লাশী চালিয়ে চালকের সীটের পিছনে থাকা কেবিনের ভিতরে লুকানো অবস্থায় ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা নিজ এলাকা ও আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে মালামাল পরিবহণের আঁড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/ আরআই