নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস এণ্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে দিনব্যাপী দুই পর্বে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী।
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ.কে.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সৈয়দপুর নেসকোর সহকারী প্রকৌশলী প্রাণ কৃষ্ণ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল মোত্তাকিম মোহাম্মদ রফিকুল্লাহ, প্রতিষ্ঠানের বাংলা শিক্ষক মো. মোসলেম উদ্দিন প্রমুখ।
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের স্কিলস এণ্ড ইনোভেশন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক।
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ.কে.এম মোস্তাফিজুর রহমান জানান, কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪টি উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরে।
কেকে/ আরআই