বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খোলাকাগজ স্পেশাল
অপরাধের অভয়ারণ্য রাজধানী
রোকন উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ এএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৯:৪৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা বেড়েই চলেছে। বেশিরভাগই খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মবের ঘটনা। প্রতিদিনই ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকে। রাজধানীতে প্রকাশ্যে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। দিন দিন চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় অনিরাপদ হয়ে উঠছে শহরের অলি-গলি। রাজধানী যেন হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষর মধ্যে। 
আবার রাত হলেই যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলো। রাজধানীর অপরাধপ্রবণ ব্যস্ত এলাকাগুলোতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাইকারীরা ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে পথচারীদের ওপর হামলা চালায়। কিছু ক্ষেত্রে মোটরসাইকেল আরোহীরা তাদের টার্গেট হয়ে থাকেন। তারা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে মোবাইল ফোন, ব্যাগ বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিশেষ করে পূর্বাচল, হাতিরঝিল, দিয়াবাড়ি, হাজারীবাগ, যাত্রাবাড়ী, মিরপুর, পল্টন, শাহবাগ, তেজগাঁও ও মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। রাত নামতেই একাকী চলতে থাকা পথচারীদের টার্গেট করে এসব ঘটনা ঘটছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে রাজধানীতে অপরাধের ঘটনা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত কিছু মাসে চুরি-ছিনতাইয়ের ঘটনায় এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে, সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন। 

এদিকে আইন ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় এসব ঘটনার বড় কারণ।

ছিনতাই, ডাকাতি ও চুরির কারণে অতীষ্ঠ এলাকাবাসী দেখার নেই কেউ। ছিনতাই অথবা চুরির পরে অভিযোগ করলেও মেলে না সুরাহা। পূর্বাচলে ঘুরতে আসা মানুষদের সর্বস্ব হারানো ঘটনা এলাকাবাসী শুনলেও অপরাধী ধরা পরার ঘটনা খুবই কম। পূর্বাচলে রাতে ঘুরতে আসা মানুষরাও এখন সময় কাটায় অনিশ্চয়তায়।

ভোজনরসিকরা হাঁসের মাংস খেতে চলে যান পূর্বাচল, প্রকৃতিপ্রেমীরা রাতের স্নিগ্ধতা উপভোগ করতে যান হাতিরঝিল কিংবা পরিবার নিয়ে মুক্ত হাওয়ায় ঘুরতে যান দিয়াবাড়ি। সর্বস্ব হারানোর আগে তারা জানতেই পারছেন না শিকারি চিলের মতো অপেক্ষা করছে অপরাধীরা। ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব কেড়ে নিয়ে অপরাধীরা মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। 

পূর্বাচলের বালু ব্রিজের কাছে ছিনতাই-ডাকাতি নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই অজানা অনিশ্চয়তা ঘিরে ধরে মানুষদের।

সম্প্রতি রূপগঞ্জে ইউটিউবার জিসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ইমতিয়াজ লিমনকে গ্রেফতার এবং ছিনতাইকৃত মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

এক অটোচালক বলেন, ‘কিছু দিন আগেও ভুয়া পুলিশ সেজে এক মহিলার ব্যাগ থেকে ৩০ হাজার টাকা, চেইন নিয়ে গেছে।’ আরেকজন জানান, বস্তায় হাত-পা বেঁধে ফেলে রেখে চলে যায়। মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

ঘুরতে আসা একজন জানান, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আসি। আমরা যে এখানে এসেছি কোনো নিরাপত্তা নেই। একই চিত্র হাতিরঝিলে। এখানে এক সময় রাতে ঘুরতে আসতে যাত্রিক নগরের জাঁতাকলে পরে হাঁপিয়ে ওঠা মানুষরা। কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে এখন।
এলাকার স্থানীয় এক অধিবাসী বলেন, ‘যখন আমার ফোন, মানিব্যাগ ছিনতাই করতে চাইবে তখন আমি তো সেগুলো বাঁচাতে চাইব। এখন আমাকে তো কোনো অস্ত্র দিয়ে আঘাত করতেও পারে।’

একই চিত্র দিয়াবাড়ির। রাত নামলেই চুরি এখানকার নিত্যদিনের ঘটনা। এ বিষয়ে এলাকার স্থানীয় একজন জানান, ব্রিজের মাথাতেই ছিনতাই হয়। রানিং-এর মধ্যে মোটরসাইকেলে এসে মোবাইল ছিনতাই হয়।

পূর্বশত্রুতার জেরে দুজনকে পিটিয়ে নদে ফেলার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে মো. শাহীন (২৬) নামের এক যুবকের লাশ তুরাগ নদে ভেসে উঠেছে। মোশাররফ হোসেন (৩০) ওই দিনই ঘটনার পর সাঁতার কেটে নদের পাড়ে উঠতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, জনতা ছিনতাইকারী সন্দেহে শাহীন ও মোশাররফকে পিটিয়ে তুরাগ নদে ফেলে দেন। ঘটনার পর মোশাররফ সাঁতার কেটে নদের পাড়ে ওঠেন। এ সময় নিখোঁজ ছিলেন শাহীন। সকালে দীপনগরসংলগ্ন তুরাগ নদে তার লাশ ভেসে ওঠে।

এর আগে গত ২৫ মে দারুসসালাম থানার আহম্মদনগরের হাড্ডিপট্টি এলাকায় জনতা মাদককারবারি সন্দেহে দুযুবককে পিটিয়ে হত্যা করেন।

অপরাধের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প :

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্প যেন অপরাধের স্বর্গরাজ্য। অন্যতম অপরাধপ্রবণ একটি এলাকা। বিভিন্ন সময়ে হত্যা, মাদক ব্যবসা, মাদক ব্যবসায়ী চক্রের অন্তর্কোন্দলসহ নানা কারণে হয়েছে খবরের শিরোনাম।

সম্প্রতি অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পথচারী ও সাধারণ মানুষকে আঘাত করছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। 

মোহাম্মদপুর এলাকার এক ভুক্তভোগী জানান, ‘আমি সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ দুজন মোটরসাইকেল আরোহী আমার পথরোধ করে। তাদের একজন আমার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। চিৎকার করতে গেলে তারা অস্ত্র দেখিয়ে আমাকে ভয় দেখায়।’
একই রকম ঘটনার শিকার হয়েছেন গুলশানের এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে আমার গাড়ি আটকে অস্ত্রের মুখে সব টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। থানায় অভিযোগ করার পরও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।’

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, বুনিয়া সোহেল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গোলাগুলি করে ছাত্র-জনতা হত্যা মামলায় অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে প্রায় ৪০ এর মতো মামলা। সে রমজান মাসে জামিন পায়। আরেক মাদক সম্রাট পিচ্চি রাজার বিরুদ্ধে একটা লিস্টেই ১২টা মামলা। সেও এক মাস আগে জামিনে বের হয়েছে। কুখ্যাত মাফিয়া চুয়া সেলিমের বিরুদ্ধে ৩৭ মামলা। রমজানের এক মাস আগে সে জামিনে মুক্তি পায়।

জেনেভা ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী বুনিয়া সোহেল, তার ভাই টুনটুন, কুখ্যাত সন্ত্রাসী চুয়া সেলিম ও পিচ্চি রাজা প্রত্যেকেরই মাথার ওপর রয়েছে মামলার পাহাড়। এগুলো মাথায় নিয়েই নিত্যনতুন অপরাধে এবং মামলায় জড়াচ্ছেন তারা। এক দুই মাসের মধ্যেই বেরিয়ে আসছেন জামিনে, ঘটাচ্ছেন আরো বড় অপরাধের ঘটনা। 

জামিনে বের হওয়ার ৪ মাস পর গত ২ জুলাই মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু (৩১) আবারও গ্রেফতার করে পুলিশ। 
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ১ সেপ্টেম্বর রাতে আসামি ধরতে গিয়ে আদাবরে কিশোর গ্যাংয়ের হাতে হামলার শিকার হয় পুলিশের এক সদস্য।
গত ৩ আগস্ট রাতে তুচ্ছ ঘটনা নিয়ে মালিবাগের সোহাগ পরিবহনের অফিসে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় সোহাগ পরিবহনের মালিকের ছোট ভাই, গাড়ি চালক ও কর্মচারীদের। 

সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ, প্রত্যেকেই বলছেন, চিহ্নিত অপরাধীর জামিন ঠেকানো না গেলে সমাজে বাড়বে অপরাধ। ফিরবে না শৃঙ্খলা।

রাজধানীর ৫০টি থানার মামলা বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই মাসে শুধু ঢাকায় খুন হয়েছে ৭৫ জন এবং আগস্ট মাসে খুন হয়েছে ৩২ জন। ছিনতাই ও জোরপূর্বক কেড়ে নেওয়ার ঘটনায় জুলাই মাসে ৪টি ও আগস্ট মাসে শুধু ৩টি মামলা হয়েছে। অথচ বিশ্লেষকরা ভিন্ন কথা।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘আমরা কয়েকদিন আগে দেখলাম পুলিশ বলছে হাতিরঝিল এরিয়া এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে এ প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী বা সিটি করপোরেশনের ব্যবস্থাটা কোথায়? আমরা তো সেভাবে কোনো ব্যবস্থা দেখি না। তাহলে নাগরিককে অনিরাপদ রেখে বিনোদন বা অবসর সময় কাটানোর প্রসঙ্গকে সামনে এনে এসব স্থান ক্রমান্বয়ে অনিরাপদ হয়ে উঠছে। এটি আস্তে আস্তে বিনোদনের নামে অপরাধীদের অরণ্যে পরিণত হচ্ছে।’

পুলিশ বলছে, বিনোদন কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আছে পুলিশ। প্রয়োজনে ৯৯৯ এ ফোন দিলেই পুলিশ সহায়তার জন্য চলে আসবে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পূর্বাচলে, দিয়াবাড়িতে বা হাতিরঝিলে যেসব বেওয়ারিশ মরদেহ পাওয়া গেছে সেগুলো দেখা গেছে অন্য জায়গার ঘটনা। পরবর্তী সময়ে কে বা কারা মরদেহগুলো ফেলে গেছে। আমরা সব সময় এখানকার প্রদান করে আসছি। কেউ নিরাপত্তা ঝুঁকি অনুভব করলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করলে নিকটস্থ পেট্রোল দল দ্রুত সময়ে সাড়া দেবে।’

অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছে পুলিশ। এতে নিরাপদ হবে দর্শনীয় স্থানগুলো দাবি তাদের।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  অপরাধ   অভয়ারণ্য   রাজধানী   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close