আগামী নভেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়া বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইউজিসির কার্যালয়ে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে এসএমএ ফায়েজ জানান, সম্পূরক বৃত্তি দুই ধাপে বিতরণ করা হবে। এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে এবং অপর অংশ ইউজিসি থেকে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানান, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে যাবে। তি
নি বলেন, “অক্টোবরের মধ্যে সব কাগজপত্র সংগ্রহের কাজ শেষ হবে। এফসি হয়ে যাওয়ায় এখন আর কোনো বাধা নেই।”
সাক্ষাৎ শেষে রিয়াজুল ইসলাম বলেন, ‘আজকের বৈঠকে ইউজিসির চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে, অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবে। তবে এটি দুই ধাপে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে— এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে, আরেক অংশ ইউজিসি থেকে।”
তিনি আরও বলেন, “আমরা ইউজিসির উপর আস্থা রাখছি। অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে টাকা দেখতে চাই। কোনো প্রকার টালবাহানা বা অজুহাত আমরা মেনে নেব না।”
বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. তাজনিমুদ্দীন খান, জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক।
কেকে/ এমএ