চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে আরও ১৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে প্রথম দিনে (১৪ সেপ্টেম্বর) ২৮ জন মনোনয়ন নেন। দুই দিনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখা পূর্নাঙ্গ প্যানেলের জন্য মনোয়ন ফরম সংগ্রহ করেন। প্যানেলে ভিপি পদে আব্দুর রহমান রবিন এবং জিএস পদে আব্দুর রহমান মনোনয়ন তুলেছেন।
অপরদিকে, ছাত্রদলের আংশিক মনোনয়ন সংগ্রহ করেছে। জানা গেছে, মঙ্গলবার ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়ন সংগ্রহ করবেন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, সোমবার পর্যন্ত চাকসু কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, মেয়েদের হলে ৪৬ এবং ছেলেদের হলে ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আনন্দঘন এই পরিবেশটি যেন সুস্থভাবে চলতে থাকে, আমরা সেটিই চাই।
কেকে/ আরআই