চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন মনোনয়ন ফরম নিয়েছেন ৭ ভিপি প্রার্থী সহ ২৮ জন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানান।
এদিকে, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৭ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, দফতর সম্পাদক পদে ১ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২ জন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২ জন, নির্বাহী সদস্য পদে ২ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১ জন ও হল সংসদে ২ জনসহ মোট ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রথম দিনেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল মনোনয়ন সংগ্রহ করেছে। এছাড়াও প্যানেলের নাম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ নামে পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তারা।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন জানান, আমরা প্রথম দিনে যা আশা করছিলাম তার থেকে বেশি অংশগ্রহণ করেছে এবং প্রত্যেককে উৎফুল্ল দেখছি।
উল্লেখ্য, মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
কেকে/ আরআই