জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শেষ হয়েছে হল সংসদের ভোট গণনা। এরপরই জাকসুর সভাপতি ও নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেন্দ্রীয় সংসদের শুরু হয়েছে ভোট গণনা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন জানায়, ইতিমধ্যেই হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় ছাত্র সংসদের দশটি কেন্দ্রের ভোট গণনা শুরু করেছে। প্রায় ২ ঘন্টা বন্ধ থেকে পূর্বের ম্যানুয়াল পদ্ধতিতেই আবার এ ভোট গণনা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা নির্বাচনের ফলাফল দ্রুতই প্রস্তুত করবো। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এক সহকর্মী ইন্তেকাল করেছেন বিষয়টি অত্যন্ত মর্মাহত করেছে আমাদের। আমরা পূর্বের ন্যায়ই ম্যানুয়ালি ভোট গণনা করবো। সকলে ধৈর্যের সাথে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান বলেন, দীর্ঘ সময় ধরে প্ররিশ্রম করার পরে এই ভোট গণনা সম্পন্ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া শুরু হয়েছি। ডাকসুর পরে জাকসু নির্বাচনও সুষ্ঠভাবে সম্পন্ন হবে। এর মাধ্যমে ২৪এর অভ্যুত্থানের যে গণ-আকাঙ্খা তৈরি হয়েছিল তা পরিপূরণ হবে।
কেকে/ আরআই