২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে হামলাকারীদের তালিকা প্রকাশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এ বিগত ১৫ জুলাই ২০২৪ খ্রী. হতে ৫ আগষ্ট ২০২৪ খ্রী. পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে হাবিপ্রবি শাখার ছাত্রলীগের সহিংসতায় ঘটে যাওয়া ঘটনাসমূহ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কর্তৃক তদন্তপূর্বক অপরাধের সাথে জড়িত শিক্ষার্থীদের অপরাধ সনাক্ত করে অপরাধের ধরণ বিবেচনা করে দুই ক্যাটাগরিতে ২টি তালিকা প্রস্তুত করত তা বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ড-এর ২২ তম সভায় উপস্থাপন করা হয়। আবাসন ও শৃঙ্খলা বোর্ড-এর ২২তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধের ধরণ বিবেচনা করে শাস্তি প্রদানের গৃহিত সিদ্ধান্ত ও সুপারিশমালা অনুমোদনের জন্য গত ২৯.৫.২০২৫ খ্রি. অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৯তম সভায় ১০নং আলোচ্য বিষয়ের মাধ্যমে উপস্থাপিত হলে বোর্ড অভ রিজেন্টস অভিযুক্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে প্রস্তাবিত শাস্তিসমূহ সাময়িকভাবে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে দুটি ক্যাটাগরিতে অভিযুক্তদের শাস্তি প্রদানরে বিষয়ে বলা হয়েছে।
১। অপরাধের ধরণ সাপেক্ষে ‘হুকুমদাতা, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর স্বশস্ত্র হামলা, মারধোর, অস্ত্র হাতে দেখা যায়, অস্ত্র সরবরাহ, কক্ষে অস্ত্র পাওয়া, স্বশস্ত্র মিছিলে অংশগ্রহন’ এবং সে প্রেক্ষিতে শান্তির ধরণ সনদ বাতিল/সনদ স্থগিত/আজীবন বহিষ্কার/রাষ্ট্রীয় আইনে মামলা এবং
২। নং ক্যাটাগরিতে অপরাধের ধরণ সাপেক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধীতা করা ও মিছিলে অংশগ্রহন করা এবং সে প্রেক্ষিতে শাস্তির ধরণ ২ অথবা ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার।
হাবিপ্রবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ মোট ৭৯ জনকে শাস্তি দিয়ে নামের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তালিকার ১ নং অবস্থানে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আলমগীর হোসেন আকাশ এবং তালিকার ২৪ নং অবস্থানে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু। তালিকায় পাঁচ জন নারী শিক্ষার্থীর নাম রয়েছে যাদের মধ্যে অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে ছিলেন।
কেকে/ এমএস