রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর পায়ে পিকআপ ভ্যান উঠে যাওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের সামনে এ ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা ইসলাম রাকা।
ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে রংপুর শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান উল্টো দিক থেকে এসে রাকার পায়ের ওপর দিয়ে চালিয়ে দেয়। দুর্ঘটনার সময় তিনি রাস্তার একেবারে পাশে দাঁড়িয়ে ছিলেন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবরোধস্থলে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, আবু সাঈদ গেট, প্রধান ফটকের সামনে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করে। এখানে কোনো স্পিডব্রেকার বা ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। এজন্যই বারবার দুর্ঘটনা ঘটছে। আজ রাকা বোন আহত হয়েছে, কালকে অন্য কেউ হতে পারে।
এ সময় শিক্ষার্থীরা প্রশাসনকে ৭ দফা দাবি প্রদান করেন।
পরে রংপুর জেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
বর্তমানে আহত শিক্ষার্থী ফারজানা ইসলাম রাকা রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কেকে/ আরআই