ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে নতুন করে চারটি বিআরটিসি দ্বিতল বাস যুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে বাস চারটির উদ্বোধন করা হয়।
পরিবহন প্রশাসক কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম (পি অ্যান্ড এস) প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাবু।
এছাড়াও শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবির সভাপতি মো. মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, পংকজসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অনেকটাই যানবাহন নির্ভর। লোকেশনজনিত কারণে আমাদের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের বিকল্প নেই। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইবি শিক্ষার্থীদের সর্বাধিক পরিবহন সুবিধা দিয়ে আসছে। নতুন চারটি দ্বিতল বাস কেবলমাত্র শিক্ষার্থীদের জন্যই চলবে। যতদিন না বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক হচ্ছে, ততদিন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিআরটিসি মহাপরিচালক ভবিষ্যতে আরও নতুন বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকের এই চারটি দ্বিতল বাসের যাত্রা শিক্ষার্থীদের জন্য একটি নবদিগন্তের সূচনা করল।
কেকে/ আরআই