“কৌতুহল থেকে উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা-২০২৫।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থাপনকৃত নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এর সহধর্মীনি মোশফেকা মোজাম্মেল সিঁথি। সদর জোনের জোন কমান্ডার এ এস এম মাহামুদুল হাসান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ লে.কর্ণেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা।
এবারের বিজ্ঞান মেলায় বান্দরবানের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, আর নার্সারি থেকে ২য় শ্রেণির শিক্ষার্থীদের ক্ষুদে বিজ্ঞানী কর্নার এবং ৩য় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৬৯০জন শিক্ষার্থী ১৩৯টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপে বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।
আয়োজকরা জানান, বান্দরবানের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকেই স্বতঃস্ফুর্তভাবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে জড়ো হয়। তাদের ক্ষুদে হাতে তৈরি নানা ধরণের বিজ্ঞান প্রজেক্ট নিয়ে বিশদভাবে ব্যাখা করে প্রধান অতিথিসহ আগত সকল দর্শনার্থীদের। এই ধরণের আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার ওপর আরো উৎসাহ প্রদান করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কেকে/বি