রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫,
২৩ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম: বদরুদ্দীন উমর মারা গেছেন      মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়      আ.লীগের ভয়ংকর পরিকল্পনা      বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে নারীবিদ্বেষ      পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই      ৩০০ আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ      ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট      
দেশজুড়ে
হাটহাজারীতে অশ্লীল অঙ্গভঙ্গি করা যুবক আটক
অরুণ বৈষ্ণব, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা মসজিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ফটিকছড়ি পৌসভার ৩নং ওয়ার্ড এলাকায়। তিনি ওই ওয়ার্ডের ছাত্রদল নেতা পরিচয় দিতেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে জশনে জুলুসে আসার পথে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে ফেসবুকে পোস্ট দেন ওই আরিয়ান ইব্রাহীম।  এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকালে ইউএনওর নির্দেশে তাকে আটক করা হয়।

ফটিকছড়ি  ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী বলেন, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। সে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো জানান, ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্ত আরিয়ান ইব্রাহিম কোনোভাবেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নয়। তার জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাকে বিকালে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত আটক রয়েছেন। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুরি করতে গিয়ে ধরা, নিজেকে বাঁচাতে মামাকে ছুরিকাঘাত
দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আমল ও ফজিলত
বদরুদ্দীন উমর মারা গেছেন
বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর

সর্বাধিক পঠিত

রূপগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
হাটহাজারী মাদ্রাসা নিয়ে কটুক্তিকারী যুবক আটক
তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেফতার
বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে
লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close