মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫০০ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ২জন হলেন সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬)।
তল্লাশি করে সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেটের ভেতর থেকে ২টি প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ২২০ পিস কমলা রঙের ইয়াবা এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিসসহ মোট ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া আটককৃত সত্য দেবনাথের হেফাজত থেকে নগদ ৪১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘আটককৃত ২জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন রয়েছে।’
কেকে/ এমএ