বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ চলমান কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দেবই কাজিরবাগ ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুলের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মহসিন মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মাসুদ বাবুল, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেল, যুবদল নেতা আরিফ।
সঞ্চালনায় ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার।
কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেশের মানুষের সম্পদ লুট করে, জনগণের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সব এমপি-মন্ত্রী নিয়ে পালিয়েছে। সামনে যারা স্বৈরাচারী হতে চাইবে, তাদের পরিণতি একই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বিগত দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলো, দলের প্রতি নিবেদিত ছিলো তাদেরই দল মূল্যায়ন করবেন।’
শরীফ আহমেদ টুটুল বলেন, ‘আমরা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে ঐক্যবদ্ধ আছি, থাকবো। বিএনপি সুসংগঠিত দল। এখানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সদস্য হবে না। হতে পারবে না। কেউ সদস্য করলে তার পদ-পদবী বাতিল করে দেওয়া হবে।’
কেকে/ এমএ