চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উস্কানিমূলক ফেসবুকে পোস্ট দেওয়া যুবক আরিয়ান ইব্রাহীমকে (২০) আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইব্রাহীম ফটিকছড়ি পৌরসভা ৩ নং ওয়ার্ড গোয়াছ মুন্সিরবাড়ির মৃত মো. মুছার ছেলে।
জানা যায়, দুপুরে চট্টগ্রামে জশনে জুলুসে যাওয়ার পথে সে হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবি সংযুক্ত অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। মুহূর্তে তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারীর কওমী অঙ্গনে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়।
আরিয়ান ইব্রাহিমের ফেসবুক আইডিতে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় থাকলেও সে ছাত্রদলের কেউ নয় বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী।
এদিকে, আটক যুবকের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানান ফটিকছড়ি পৌরসভা ছাত্রদল।
এর আগে, আরিয়ান ফেইসবুকে ভিডিও বার্তায় এসে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে ক্ষমা চায়।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, সন্ধ্যা থেকে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু কওমী অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাসস্টেশন এলাকায় অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়।
কেকে/ আরআই