সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার দাবিতে হবিগঞ্জের বাহুবলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর বাহুবল বাজারে উপজেলা জমিয়তের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জমিয়ত নেতা মাওলানা আব্দুল খালেক চলিতাতলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা খুনীদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি দাবি জানান। এতে বক্তব্য দেন মাওলানা হেলাল আহমদ নোমানি, মুফতি আফতাবুজ্জামান মোস্তাফী।
উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুশতাক আহমদের (৫৫) লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুরের বাট্রা এলাকায় মরা সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মুশতাক আহমদের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা গাজীনগর গ্রামে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধান চেয়ে বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা শহরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে মানববন্ধন হয়। এর আগের দিন বুধবার থানায়সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী সৈয়দা রুবি বেগম।
কেকে/ এমএ