শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ মিনারে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সেই সাথে সংস্কার করতে হবে। দুর্নীতি, মাদক, অন্যায়-অবিচার থেকে জাতিকে রক্ষা করতে ইসলামের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলন বাংলাদেশ মাঠে থাকবে।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলার সভাপতি মাওলানা আবু বক্করের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আল কায়েস।
সমাবেশে, বক্তারা বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের অংশ হিসেবে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
কেকে/ আরআই