শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
খোলাকাগজ স্পেশাল
আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ প্রশাসন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৫ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় ও কড়া নজরদারির মধ্যে ঠেকানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অপতৎপরতা। সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন দলটির নেতাকর্মীরা। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে, যা নিয়ে বিস্ময় প্রকাশ করছে সাধারণ মানুষ।

সর্বশেষ শুক্রবার রাজধানীর তেজগাঁও ও ধানমন্ডিতে ঝটিকা মিছিল ঘিরে আবারও আলোচনায় আওয়ামী লীগের অপতৎপরতা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতৎপরতা চালাতে গোপনে তাদের সংগঠিত হওয়ার আশঙ্কা আরো সুদৃঢ় হচ্ছে। তবে এসব ঝটিকা মিছিল ঠেকাতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে মনে করছে রাজনৈতিক মহল। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সময় কঠোর বার্তা দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। তা ছাড়া রাজনৈতিক অনৈক্যকেও দায়ী করছেন কেউ কেউ। 

শুক্রবার রাজধানীর তেজগাঁওসহ ঢাকার তিন জায়গায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার দুটি জায়গায় ও ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেন তারা। বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। এসব ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, জুমার নামাজ শেষ হওয়ামাত্রই বেলা পৌনে ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আটক সাতজনকে পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
 
এর আগে বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের জিএমজি মোড়ে আরেকটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যান।

তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা, শেখ হাসিনা, স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে।’

এদিকে দুপুরে ধানমন্ডি ৪/এ সড়কে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, জুমার নামাজ চলার সময় ৩/এ নম্বরের একটি মসজিদ থেকে বেরিয়ে যুবকরা আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পাশের ৩/এ নম্বর সড়কে মোতায়েন করা পুলিশ সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। পুলিশ সদস্যরা পেছন থেকে ধাওয়া করে মিছিলকারীদের আটকের চেষ্টা করেন। কিন্তু তারা দৌড়ে পালিয়ে যান। 

তার আগে ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাপা প্লাজাসংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। 

এদিকে ঝটিকা মিছিলের ব্যাপারে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের কঠোর নজরদারির মধ্যেও এভাবে মিছিল বের করাতে রাজধানীর মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কড়া বার্তা দিয়েছে ডিএমপি সদর দফতর।

কঠোর বার্তায় বলা হয়েছে কোনো থানা এলাকায় মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওই থানার ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ক্লোজ করা হতে পারে। সুতরাং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থানার ফোর্সকে কাজে লাগিয়ে ঝটিকা মিছিল বন্ধের ব্যবস্থা করতে হবে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু দিন পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের হচ্ছে। এসব মিছিল ২-১০ মিনিটের বেশি স্থায়ী হয় না। ফলে পুলিশ খবর পাওয়ার আগেই সটকে পড়ছে মিছিলকারীরা। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। হুটহাট এসব মিছিলের ঘটনা ভালোভাবে দেখছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো মিছিল হলেই পুলিশের ঊর্ধ্বতনদের কাছে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হচ্ছে কেন ঠেকানো যাচ্ছে না এসব মিছিল। ফলে মাঠপুলিশকে কঠোর নির্দেশনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি সদর দফতর। সেইসঙ্গে মিছিলকারীদের ভিডিও দেখে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সাবেক এমপি পাভেল কারাগারে

জুলাই আন্দোলনকেন্দ্রিক নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

এর আগে ঢাকায় ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে পাভেলসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করা হচ্ছে। যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. তালেবুর রহমান জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন মিছিল করলেই তাদের গ্রেফতার করা হবে। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   ঝটিকা মিছিল   ব্যর্থ   প্রশাসন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close