রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      
দেশজুড়ে
আদাবরে আবারও সক্রিয় কব্জি কাটা আনোয়ার গ্রুপ
নিজাম উদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৬:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎‎রাজধানীর আদাবরে পুলিশের ওপর হামলা করে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করে কিশোর গ্যাং চক্রের সদস্যরা। গতকাল ‎সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১১ টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভেঙ্গে ফেলে চক্রের সদস্যরা। ঘটনার পর রাতভর আদাবর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় ১০২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে এ ঘটনার মূলহোতা আদাবর ১০ নম্বর বালুর মাঠের কিশোর গ্যাং সদস্য কব্জি কাটা গ্রুপের জনি ও রনি এখনো ধরা ছোঁয়ার বাহিরে। এছাড়া ছোঁয়ার বাহিরে রয়েছে নাজির, জনি, ওসমান, রনি, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু। পুলিশের দাবি, তাদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
‎এ ঘটনা আদাবর থানার আহত পুলিশ সদস্য (কন্সটেবল) আল-আমিন জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
‎স্থানীয়দের জানান, সোমবার রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের অন্যতম সদস্য জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে জখম করে।

পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল নাজির, জনি, ওসমান, রনি, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু। এসব কিশোর গ্যাং সদস্যদের আটক করতে না পারলে পুরো এলাকায় আরও বিশৃঙ্খলা দেখা দিবে। যৌথ বাহিনী যেহেতু অভিযান চালিয়েছে, তাই তারা ক্ষোভে আরও ভয়ঙ্কর রূপে হামলা চালাবে বলেও জানান স্থানীয়রা।

গোপন সূত্রে জানা গেছে, কব্জি কাটা আনোয়ার গ্রুপের ২০ থেকে ২৫ জন জামিন পেয়ে আবারও আদাবর মোহাম্মদপুর এলাকায় সক্রিয় হচ্ছে। আনোয়ার গ্রুপরাই এই হামলা করেছে বলে জানান স্থানীয়রা। পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে শত শত অপরাধী গ্রেফতার হলেও জামিনে এসে আবারো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে অপরাধীরা।

‎ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০ টা ৫১ মিনিটে একটি নির্মানাধীন বাড়ীর টিনশেড গেইটের সামনে ২০-২৫ জন সশস্ত্র কিশোর গ্যাং সদস্য এসে জড়ো হয়। এ সময় তাদের নেতৃত্ব দিচ্ছিলো কব্জি কাটা গ্রুপের সদস্য জনি ও রনি। কিশোর গ্যাং সদস্যরা ১ মিনিট পর বাড়ীর গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একজনকে তুলে নেয়ার চেষ্টা করে। কিছুক্ষন পর তারা তাকে না পেয়ে চলে যায়।

স্থানীয়রা বলছেন, সিসিটিভি ফুটেজে পাওয়া এ ঘটনাটি মূলত পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করার কিছুক্ষন আগের ঘটনা। তারা এ সড়ক দিয়ে গণছিনতাই করতে করতে পুরো আদাবর এলাকায় মহড়া দেয়। ওই সময় নির্মানাধীন বাড়ির গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চাঁদা দাবি করছিলো। না দিলে জনি ও রনি বাড়ির কেয়ারটেকারসহ সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।
‎পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন, গতকাল রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত পুলিশ সদস্য হৃদরোগ হাসপাতালে ভর্তি আছে। রাতে যৌথ অভিযানে যাদেরকে গ্রেফতার করা হয়েছ তাদের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ জন সরাসরি জড়িত ছিলো। এছাড়াও ঘটনার মূলহোতাদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। খুব শীঘ্রই আমরা তাদের গ্রেফতার করতে পারবো।

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনী ও পুলিশ সদস্যরা মিলে ১০২ জনকে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের ওপর হামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়নি এরা নাজির, জনি, ওসমান, রনি, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু। এদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

এসব বিষয় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে গ্রেফতার হয়েছে। পুলিশের ওপর উল্লেখিত আসামিদেরকেও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সেদিন এক ভুক্তভোগীকে পুলিশ উদ্ধার করতে গিয়েছিলো সুনিবিড় হাউজিং এলাকায়, সেখানেই এমন ঘটনা ঘটে। তবে কোনো অপরাধীকেই ছাড় দোওয়া হবে না। পুলিশের সঙ্গে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   আনোয়ার গ্রুপ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে চরম দুর্নীতি ও অনিয়ম
রাজশাহীতে চার পরিবারকে হয়রানির অভিযোগ
চলনবিলে পাখি শিকারের ফাঁদ ধ্বংস, বক ও ঘুঘু উদ্ধার
আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close