কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবককে নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। ভাড়া থাকতেন নগরীর কাটাবিল এলাকায়।
নিহত মহরমের বন্ধু অপু বলেন, কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। পরে কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এসময় মোটরসাইকেল থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
কেকে/ এমএস