রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান।
তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখসারিতে কাজ করতে গিয়ে ভিপি পদে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা পান। এ বিষয়ে তিনি জানান, জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে কাজ করতে গিয়ে মৃত্যুকে কাছ থেকে দেখেছি। স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার পরে ভাবলাম, রাকসু নির্বাচনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেওয়া উচিত।
ভোটের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করে তাসিন বলেন, মতাদর্শিক দ্বন্দ আছে, কিছু সংগঠন সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছে। প্রশাসন এখনো তৎপর নয়। সাইবার বুলিং সেল গঠনের পরিকল্পনা আছে তবে কার্যক্রম শুরু হয়নি। ভোটার ও প্রার্থীরা যাতে নিরাপদে সহাবস্থান করতে পারে তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
এদিকে রাকসুর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১-৪ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর।
কেকে/ আরআই