রাঙামাটিতে মদসহ গ্রেফতার ও কারাবাসের পরও দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা স্বপদে বহাল রয়েছেন।
অথচ ঢাকা উত্তর সিটি করপোরেশন চাকরি বিধিমালা -২০১৯ এর ৫৫ (৪) ধারায় বলা আছে, ঋণ বা ফৌজদারি অপরাধের দায়ে কোনো কর্মচারী গ্রেফতার হয়ে কারাগারে প্রেরণের তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে এই বিধিমালার অধীন সূচিত কার্যধারা পরিসমাপ্ত না হওয়া পর্যন্ত তিনি যথারীতি খোরাকি ভাতা পাবেন।
কিন্তু এই দুই কর্মকর্তার ক্ষেত্রে সেই বিধিমালা মানছে না ডিএনসিসি। গত দশ দিন আগে রাঙামাটিতে মদসহ দুই কর্মকর্তা গ্রেফতার ও পরে কারাবাস করলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না উত্তর সিটি কর্তৃপক্ষ।
দুই কর্মকর্তা হলেন, উত্তর সিটির উত্তরা অঞ্চলের উপকর কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও মিরপুর-২ অঞ্চলের উপকর কর্মকর্তা নাহিদ হাসান। জানা গেছে, শাস্তি না দিতে ডিএসসিসির দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের পক্ষে তদবির করছেন।
আদালত ও রাঙামাটি পুলিশের নথি থেকে জানা যায়, তারা গত ১৫ আগস্ট কাপ্তাই থানার নতুন বাজার সিএনজি স্টেশন কাপ্তাই হতে লিচু বাগানগামী পাকা রাস্তার ওপর, নতুন বাজার, কাপ্তাই রাঙামাটি নামক স্থানে টহলরত কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যের হাতে আটক হন।
পুলিশের দাবি, সহকারী পরিদর্শক জয়নাল আবেদীন ও তার ফোর্স মো. নাজমুল ইসলামের ব্যাগ থেকে একটি প্লাস্টিকের ৭৫০ মি.লি. দেশীয় তৈরি বোতলজাত মদ, যার লেভেলের CAREW'S Gold Riband 750ml gin 75 proof এবং নাহিদ হাসানের ব্যাগ থেকে একটি কাচের তৈরি ১ লিটারের বিদেশি তৈরি বোতলজাত মদ, যার গায়ে লেভেল Ballantine's FINEST, BLENDED SCOTCH WHISKY জব্দ করা হয়েছে।
গত ১৬ আগস্ট, কাপ্তাই থানা পুলিশ তাদের বিরুদ্ধে ২০২৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) অপরাধের ধারায় মামলা করেন ও তাদের রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠান। পরের দিন কয়েকটি শর্তে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জামিন দেন।
পরে ১৮ আগস্ট, রাঙামাটির পুলিশ সুপার উত্তর সিটির প্রশাসক চিঠি দিয়ে তাদের দুই কর্মকর্তার গ্রেফতার ও কারাবাসের বিষয়ে অবহিত করেন। কিন্তু অবহিত করার এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
কেকে/এএস