সিলেট মহাসড়কের হবিগঞ্জের আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্টেশনে থাকা নয়টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা বলে জানা গেছে।
খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশে থাকা একের পর এক সিএনজি অটোরিকশায় আগুন ধরে যায়।
এতে নয়টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন স্টেশনের এক কর্মচারী। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেকে/ এএস