‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
বুধবার (২০ আগস্ট) নওগাঁ মুক্তির মোড়ে ‘সেল্ফ হেল্ফ ইয়ুথ এ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং যুব উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দীকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান। এসময় আরো উপস্থিত ছিলেন রাণী এনজিও প্রধান নির্বাহী ফজলুল হক, ব্রাক জেলা সমন্বয়কারী একে আজাদ, ব্রাক জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমি প্রমুখ।
কেকে/ এমএস