জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের পক্ষে লিঙ্কন-ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের ডেপুটি ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ড. জাহিদ সিরাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, কর্মশালা ও একাডেমিক-সায়েন্টিফিক সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ
কেকে/ এমএস