রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেছে বেরোবির ৯ শিক্ষার্থী। তাদেরকে অনশন ভাঙ্গার জন্য আহ্বান করেছে জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ এর দুই ভাই।
সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে পাঁচ টায় রমজান আলী এক ফেসবুক পোস্টে আমরণ অনশনরত শিক্ষার্থীদের অনশন থেকে উঠে আসার আহ্বান করেছে।
আবু সাঈদ এর ভাই রমজান আলী ফেসবুক পোস্টে বলেন, ‘ছাত্র সংসদ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরণ অনশনরত আমার ছোট ভাই শহিদ আবু সাঈদের সহযোদ্ধার প্রতি আহ্বান। আপনারা এখন উঠে আসুন। আপনাদের এরকম কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আমরা দুই ভাই এটা সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে আসি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান করার জন্য ইউ জিসিকে নির্দেশনা দিয়েছেন। তাই আপনাদের প্রতি আহ্বান আপনারা উঠে আসুন দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য ইউজিসিতে চিঠি দিয়েছি। ইউজিসির সাথে আমার কথা হয়েছে উনারা ১০ কর্ম দিবস সময় চাচ্ছেন। আশা করি ১০ দিনের মধ্যে আমরা ভালো ফলাফল পাব । আর যদি তা সম্ভব না হয় তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে সম্পন্ন করব।’
তিনি আরো বলেন, আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু এটা যাতে ধীরগতিতে না হয়, আমি ইউজিসির সঙ্গে কথা বলেছি।’
উল্লেখ্য যে, এর আগে গত ১২ আগস্ট শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ কর্ম দিবসের আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন বলে শিক্ষার্থীরা।
কেকে/ এমএস