বান্দরবান রিজিয়নের অধীনস্থ ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক বান্দরবানের রুমা উপজেলার সুংসুং পাড়া এবং এর পার্শ্ববর্তী পাড়াসমূহের অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বান্দরবান রিজিয়নের উদ্যোগে রুমা উপজেলার দুর্গম সংসং পাড়া এবং এর পার্শ্ববর্তী পাড়া সমূহে বসবাসরত অসহায় ও দুস্থ জনগণের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ৪শ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রুমা উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ বসবাস করে। দুর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে। আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর যেকোনো দুর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবত পাশে রয়েছে।
মেডিকেল ক্যাম্পেইনে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল সরফরাজ হায়দার, মেজর রিফাত বিনতে আলম, মেজর লুবনা ইয়াসমিন, মেজর শাহরীন জাহান প্রধান, রুমা জোনের আরএমও ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীব উপস্থিত থেকে এলাকাবাসীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ছাড়াও মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বান্দরবান রিজিয়নের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিসহ সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
কেকে/ এএস