নারায়ণগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পরে আব্দুল্লাহ (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ডিক্রীরচর ঘাট এলাকায় শিশুটির লাশ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল। নিহত আব্দুল্লাহ ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী বায়েজিদ আহমেদ বকুলের ছেলে।
নিহত স্কুলছাত্রের কাকা আমীর হোসেন কাজী জানান, সে স্থানীয় গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বুধবার সকালে নদীতে গোসল করতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। নদীর আশপাশে খোঁজ নিয়ে জানা যায় সে নদীতে ডুবে গেছে। পরে ডুবুরির সহায়তা নেওয়া হয়। আজ তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, আমাদের নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
কেকে/এএস