কুমিল্লা জেলা শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক, শাসনগাছা-আলেখারচর সংযোগ সড়ক। সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে দেখে বোঝার উপায় নেই—এটি একটি সড়ক। কিন্তু, সড়কটি কুমিল্লার ব্যাস্ততম একটি সড়ক।
শনিবার (৯ আগস্ট) সরজমিন গিয়ে দেখা গেছে, সড়কের দুর্গাপুর দিঘীরপাড়ে প্রায় এক কিলোমিটার এলাকারজুড়ে বেহাল অবস্থা। উঠে গেছে পিচ-খোয়া। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। কোথাও জমেছে হাঁটু পানি। সড়কের দুপাশে ফুটপাতের একই অবস্থা। হাঁটাচলা করতে পারে না পথচারীরা। যার ফলে ভাটা পড়েছে এখনকার ব্যবসা-বাণিজ্যে। এছাড়াও নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এবং শাসনগাছা ফ্লাইওভারের মাথায় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
দিঘীরপাড়ে ষাটোর্ধ নোয়াব আলি বলেন, এখানে থাকি বহু বছর। বর্ষা মৌসুম এলে দেখি, সড়কটির বেহাল অবস্থা হয়।
এই সড়কের পাশের এক গ্যারেজ মালিক আবুল হোসেন বলেন, জেলা শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল অবস্থা হবে কেন। এই সড়কটির কারণে আমাদের ব্যবসা-বাণিজ্যে অনেক ক্ষয়-ক্ষতি হচ্ছে।
নোয়াপাড়ার স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা হয়। কিছুদিন আগে অটোরিকশা উল্টে দুইজন আহত হয়েছে। খুবই ভয়াবহ অবস্থা।
নারায়ণগঞ্জ থেকে খালার বাসায় বেড়াতে এসেছেন নুর মোহাম্মদ বলেন, সড়কের দুপাশ দিয়ে হেটে চলার কোন ব্যবস্থা নেই। কোনটি সড়ক, কোনটি হাঁটাচলার রাস্তা বোঝা যায় না।
সিএনজি চালক মোহাম্মদ বাইজিদ অভিযোগ করে বলেন, আগে আলেখারচর থেকে শাসনগাছা যেতে সময় লাগত ৫ মিনিট। এখন সময় লাগে ২০ মিনিট। সড়কে ভাঙনের কারণে আমাদের গাড়ির ক্ষতি ও শরীরে ক্ষতি হয়। এছাড়াও আগের মতো ভাড়া হয় না।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কটি খুব দ্রুত সংস্কার করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন। এই সড়ক দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে। এবার ক্রংকিটের ডালাই করা হবে।
কেকে/এজে