ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠানসহ ৩৭টি পরিবারে মধ্যে মোট ৭৫ বান ঢেউটিন ও নগদ অর্থসহ শুকনো খাবার দেয়া হয়।
শুক্রবার (২২ আগস্ট) ১২ টায় উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা, সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানাসহ (ইভা) অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাবুল মিয়া, যুবদল নেতা শাহ আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস