বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যে নিশ্চিত বিজয় বলছে এটার জানার উপায় কি? এখনো তো ভোট হয়নি। কোন দল যদি মনে করে তারা নিশ্চিত বিজয় হবে তাহলে বুঝা যায় জেতার জন্য তারা কোন ম্যাকানিজম করছে যে ম্যাকানিজমে তাদেরকে জেতাই দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। আমরা জানি না কি ম্যাকানিজমে বিএনপি নিশ্চিত বিজয় হবে বলছে।
শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে কুমিল্লা ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জাতীয় পার্টিকে নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদেরই দোসর, আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুর্নবাসিত হবে এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক এক ধরণের পর্যালোচনা, যা বাস্তবতার সঙ্গে কোন মিল নেই। আমরা বিএনপির বাহিরে যতগুলো দল রয়েছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে ইনক্লোডিং করার প্রশ্নই আসে না।
পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা পিআর পদ্ধতিকে উত্তম পদ্ধতি মনে করছি, এ জন্য আমরা সরকারের কাছে দাবি পেশ করেছি এবং জনমত তৈরির করার চেষ্টা করছি। সুজনের মত একটি সংস্থার জরিপে ৭২ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা আশা করছি সরকার তা বিবেচনা করবে।
তিনি আরো বলেন, কোন একটি বিশেষ দল বা গোষ্ঠি সংস্কারের সঙ্গে সম্পৃক্ত থেকেও আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করার বাধা সৃষ্টি করছেন, অনিহা প্রকাশ করছে। যদি আমরা সকলে এ সংস্কারে ঐক্যমত্য পোষণ করি তাহলে এই সমস্ত সংস্কার গ্রহন করতে এবং আগামী নির্বাচন দিতে সমস্যা কোথায়? যদি এমন হতো যে এসব সংস্কার আইনি ভিত্তি দিয়ে গ্রহণ করা সম্ভব না হয় তাহলে আমরা সব মেনে নিতাম। কিন্তু আইনি এক্সপার্টরা বারবার বলছে এসব আইনি ভিত্তি দিয়ে সংস্কার করে নির্বাচন করা সম্ভব।
ডা. তাহের বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বুঝা যায় ২০১৪- ১৪ ও ২৪ এর মত একটি নির্বাচন করার জন্য তারা পাঁয়তারা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে, এই ধরণের নির্বাচন করার জন্য যদি কারও পরিকল্পনা থাকে এবং সে তা করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের বিপর্যয় হবে। যারা করবে তারাও স্বৈরাচারের মত এ দেশের রাজনীতি থেকে বিদায় হবে এতে কোন সন্দেহ নাই।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেকে/এআর