‘বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। ইনসাফপূর্ণ, প্রযুক্তিনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।’ বলেছেনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রংপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গঙ্গাচড়া উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সভায় আবদুল হালিম আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কারিগরি ও নৈতিকতা নির্ভরশীল আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করবে। দেশে ন্যায়ভিত্তিক শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় জনগণ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে আগ্রহী হয়ে উঠছে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রাব্বানী এবং জামায়াত মনোনীত রংপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. রায়হান সিরাজী।
সভায় উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা আমির শফিকুল আলম, রংপুর জেলা শ্রমিক নেতা মো. বেলাল আবেদীন, পরশুরাম থানা আমির মাহবুব আলম, হাজীর হাট থানা আমির বেলাল হোসেন প্রমুখ।
সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করে।এতে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আমির শফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমিন নাহারের নাম ঘোষণা করেন গোলাম রব্বানী।
কেকে/ এমএ