চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আনম নোমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) এসএম সাদেকুল আলম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি আবুল কালাম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলি, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবুদ্দিন, স্বাস্থ্য সহকারী খানে আলম ও আবুল কালাম।
কেকে/ এমএ