নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এ বছর ২ লক্ষাধিক শিশুকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
সকালে শহরের ইসদাইরস্থ ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ওই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সালিনা এ চৌধুরী, সিটি কর্পোরেশনের টিকা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১০ দিন স্কুলে স্কুলে এ টিকা দেয়া হবে। সকল অভিভাবকদের আরও সচেতন হয়ে এ কার্যক্রমে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম নিজের সন্তানকে টিকা দিয়ে এ কার্যক্রমের সূচনা করে বলেন, এ টিকা সম্পূর্ণ নিরাপদ। টিকা নিয়ে অনেক গুজব থাকলেও সেগুলো সঠিক নয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ বছর ২ লাখ ১৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দিবে সিটি কর্পোরেশন। আগামী ১০ কার্যদিবস স্কুলে স্কুলে ও পরে আরো ৮ দিন স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
কেকে/ এমএস