আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন তুরস্কের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাবেক শিবির নেতা অধ্যাপক ড. হাফিজুর রহমান।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।
এ সময় উপস্থিত রুকনরা ড. হাফিজের এমপি প্রার্থিতা ঘোষণায় স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জামায়াতের নির্বাচন কমিশনার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা খলিলুর রহমান মাদানী এবং টঙ্গীর গাজী খলিলুর রহমান।
তুরস্কের তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত হাফিজুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে একজন স্বনামধন্য একাডেমিশিয়ান ও গাজীপুরের কৃতী সন্তান হিসেবে পরিচিত।
তিনি বর্তমানে তুরস্কে জামায়াতের সভাপতি এবং বাংলাদেশ ফোরাম অব তুর্কির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক মহলে তার প্রার্থিতা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
কেকে/ এমএ