বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতিকারীদের জায়গা নেই বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
শনিবার (১১অক্টোবার) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে সম্প্রতি খুন হওয়া দুই ভাই মিন্টা মিয়া ও হামজা আলীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান এ কথা জানান।
তিনি বলেন, ‘দুষ্কৃতিকারী ও খুনিদের কোনো দল-ধর্ম-বর্ণ নাই। যদি দুর্ঘটনাক্রমে যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা যদি কোনো পদে থেকে থাকে, দলের প্রথম সিদ্ধান্ত তাদের বহিষ্কার করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, দলের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেন তারা যাতে ন্যায় বিচার পান। দলের কোনো নেতা পর্যায়ের ব্যক্তি যদি এই ন্যায় বিচার পেতে কোনো প্রকার বাধা তৈরি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিএনপি শান্তিপ্রিয় দল, জনগণের দল। এখানে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। কোনো দুষ্কৃতিকারী ঠাঁই নাই।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।
বলে রাখা ভাল, গত ২০ সেপ্টেম্বর সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গেলে প্রতিপক্ষের হামলায় দুই ভাই মিন্টা মিয়া ও হামজা আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে হামজা মারা যান এবং কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর মিন্টাও মৃত্যুবরণ করেন।
কেকে/ এমএ