মেহেরপুরের মুজিবনগর উপজেলার এক ওয়ার্ড মেম্বারের আঘাতে আরেক ওয়ার্ড মেম্বার আহত হয়েছে। ওয়ার্ড মেম্বার ওমর ফারুকের ঘুষিতে আরেক ওয়ার্ড মেম্বার আব্দুর রকিবের নাক ফেটে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
তবে ঘুষি দিয়েই পালিয়ে গেছেনওমর ফারুক।
জানা গেছে, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা পরিষদের বরাদ্দকৃত টিআর, কাবিখা বণ্টন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ওমর ফারুকের সাথে ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুর রকিবের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সবার সামনে আব্দুর রকিবের নামের উপরে ঘুষি মারে ওমর ফারুক। এতে আব্দুর রকিবের নাক ফেটে রক্ত বের হতে তাকে। দ্রুত তাকে নেওয়া হয় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘সবার সামনেই ঘটনাটি ঘটেছে; যা খুবেই দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।’
কেকে/এমএ